টাঙ্গাইল

টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। রোববার (২৪ জুলাই) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জেলা মৎস্য অফিস হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, জেলা শিল্পকলা একাডেমীতে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দৃষ্টিনন্দন ডিসি লেক এ বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: মো: আতাউল গনির সভাপতিত্বে, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এর আহবানে বর্ণাঢ্য এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, সহকারী পরিচালক মো: মাহবুব হোসেন, টাঙ্গাইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আইয়ুব আলী, খামার ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক প্রমূখ।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker