কিশোরগঞ্জ

হোসেনপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি বিভাগের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২২ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিদ্য মন্ডল।

আরো পড়ুন: হোসেনপুরে ১১টি ভূমিহীন পরিবার পেলো নতুন ঘর

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরুল কায়েছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা, সহকারী কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এমএ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন কাঞ্চন, মডেল প্রেসক্লাবের সভাপতি তারেক নেওয়াজ প্রমূখ। 

আরো পড়ুন: দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

এ প্রণোদন কর্মসূচীর আওতায় উপজেলার চার হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে জনপ্রতি ডিএসপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি, আউশ বীজ ৫ কেজি বিতরন করা হয়েছে। তাছাড়া, ১৩শ জন  প্রান্তিক চাষিদের মধ্যে ১ কেজি পাঠ বীজ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button