কিশোরগঞ্জ

হোসেনপুরে ১১টি ভূমিহীন পরিবার পেলো নতুন ঘর

কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১১টি পরিবারের পূনর্বাসনের জন্য জমির দলিল ও নির্মানকৃত গৃহ প্রদান করা হয়েছে। জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সারাদেশে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমির দলিল ও গৃহ হস্থান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিদ্য মন্ডল।

Image

আরো পড়ুন: উখিয়া ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, দুই রোহিঙ্গা নিহত

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এমএ হালিম, কৃষি অফিসার ইমরুল কায়েছ, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ উজ্জল, মডেল প্রেসক্লাবের সভাপতি তারেক নেওয়াজ প্রমূখ। এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। পরে ১১টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

Image

আরো পড়ুন: টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

উল্লেখ্য, এ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ৬০ টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker