কিশোরগঞ্জ

হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা, ড্রেজার জব্দ

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মাহতাব উদ্দিনকে (৬৫) ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। 

আরো পড়ুন: ‘রমজানে চালের দাম বাড়বে না, বরং কমবে’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন: ভেঙে পড়েছে সূর্যের বিশাল অংশ, হতবাক বিজ্ঞানীরা

তিনি বলেন,  পাকা সড়কের পাশে খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button