কিশোরগঞ্জ

হোসেনপুরে আগুনে ৮ বসতঘর ভস্মিভূত

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অসাবধানতাবসত আগুন লেগে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এ সময় প্রায় ২০-২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার তারাপাশা গ্রামের মফিজ উদ্দিনের বসত ঘরে অসাবধানতা বসত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মো: আল আমিন, মূর্শিদা, বাচ্চু মিয়া, জুয়েল, মোখলেছুর রহমান, কাজল মিয়া, আল আমিন সিকদার ও সোহেল মিয়ার বসত ঘরে।

Image

অগ্নিকাণ্ডে ওই সব বাড়ির আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাঁই হয়ে যায়।  

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৮টি টিনের ঘর, ঘরে রাখা নগদ টাকা ও আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: উজ্জল, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন। পরে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button