কালিয়াকৈর

কর্মী ছাটাই ও কারখানা স্থানান্তরে শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় কারখানা স্থানান্তরিত কারনে আন্দোলন করেছে কারখানার শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার সিনাবহ এলাকায় সালেক টেক্সটাইল নামকনএকটি কারখানায়   বিনা নোটিশে শ্রমিক ছাটাই ও কারখানা অন্যস্থানে স্থানান্তরিত কারনে গত কাল মঙ্গলবার রাত নয়টা থেকে বুধবারে সকালে যখন সকলের সিপ্টের শ্রমিকরা প্রবেশ করলে তাদের কে সাথে নিয়ে আন্দোলনে জড়িয়ে পরে। এদিকে এই রিপোর্ট লেখা পযন্ত শ্রমিকদের আন্দোলন অব্যহত  রেখেছে  কারখানার শ্রমিকরা।বর্তমানে ঐ কারাখানার মেয়াদ শেষ হওয়ার কারনে অন্য স্থানে শ্রমিকদের স্থানান্তর করার কথা। এতোদিন ঐ কারাখানা এখানে জায়গায় ভাড়ায় পরিচালিত হয়েছে। এখন কারখানা মালিকের অন্য জায়গায় নিজস্ব অর্থায়নে কারখানা খুলেছে। কিন্তু শ্রমিকরা এটা মেনে না নিয়ে  ক্ষিপ্ত হয়ে বিক্ষুপ করছে  শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে  গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এদিকে কারখানার আন্দোলনরত   শ্রমিকদের সাথে কথা বলতে গেলে কারখানার এডমিন কবিরুল আলমের উপর চড়াও হয়ে তার উপর হামলা চালায় শ্রমিকরা।
ওই কারখানার এডমিন কবিরুল আলম  জানান  শ্রমিকরা কারখানা স্থানান্তরিত কারনে আনন্দোলনে করছে আর ছাটাই এর ঘটনা সঠিক নয় আর তাছাড়া বাহিরের একটি কুচক্রী মহল শ্রমিকদের আন্দোলন করতে উস্কানি দিয়েছে। আমি তাদের কে বুঝাতে গেলে তারা আমার উপর আতংকিত হামালা চালায়।
গাজীপুর-২ শিল্প পুলিশের এ এস আই  জ্ঞানেন্দু বিকাশ চাকমা  জানান,  শ্রমিকরা বিনা নোটিশে ছাটাই ও কারখানা স্থানান্তর না করার দাবিতে কর্মবিরতি পালন করে। খবর পেয়ে কারখানা ও পাশের মহাসড়কের যানবাহন ভাংচুরসহ নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ওই কারখানা এলাকা ঘিরে রাখে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে , স্টাফ-শ্রমিক বসে মীমাংসা হলে তারা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker