কালিয়াকৈর

কালিয়াকৈরে কোকোলা ফুড প্রডাক্ট লিমিটেডকে জরিমানা

কঠোরতম লকডাউনে সরকারী আদেশ অমান্য করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কারখানা খোলা রাখার অপরাধে কোকোলা ফুড প্রডাক্ট লিমিটেড নামক খাদ্য তৈরি কারখানাকে  আর্থিক দন্ডে দন্ডিত করেছে  ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬জুলাই) কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গাজীপুর জেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবার নেতৃত্বে  কোকোলা ফুড প্রডাক্টস এর কারখানায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন।
এ সময় কোকোলা ফুড প্রডাক্টস এর কারখানা সরকারি বিধি নিষেধ অমান্য করে খোলা রাখার অপরাধে নগদ পাঁচ হাজার টাকা দন্ডসহ সাথে সাথে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় এই দন্ডাদেশ দেওয়া হয়।
এ সময় অহেতুক বাইরে ঘোরাফেরা না করতে ও জরুরী প্রয়োজনে মাস্কবিহীন চলাচল না করতে মাইকিং করা হয়। এছাড়া অতি উৎসাহী কিছু মানুষকে বিনা কারনে রাস্তায় চলাচলের কারনে সাময়িক আটক করে মৌখিক সতর্কবানী দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলাকালে এ  সময় সাথে আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন ।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker