

পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
পোষাক শ্রমিকদের নতুন ১২৫০০ টাকা নৃন্যতম মজুরী ঘোষনা হওয়ার পর সেটা পোষাক শ্রমিকরা না মেনে বৃহস্পতিবার(৯ নভেম্বর) বিকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তুসুকা এপারেলস নামক তৈরি পোষাক কারখানা ভাংচুর করেছে ঐ কারখানার শ্রমিকরা।
এসময় বিক্ষোপ্ত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করারর চেষ্টা করলে র্যাব,পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কারখানা ও পুলিশ সূত্র জানায় গত দুই সপ্তাহ ধরে ২৩০০০ টাকা নুন্যতম বেতন বৃদ্ধিও দাবিতে আন্দোলন করে আসছে শিল্প কারখানার শ্রমিকরা এ ঘটনায় কারখানা,হাসপাতাল ও দোকানপাট ও গাড়িতে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে বিক্ষোপ্ত শ্রমিকরা। পরে শিল্প কারখানার মালিক পক্ষ্য বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলে পূর্বেও নুন্যতম বেতন ৮৫০০ টাকা থেকে ১২৫০০ টাকা নতুন বেতন ঘোষনা করা হয়।
এদিকে নতুন বেতন কাঠামো কে প্রত্যাখান করে বিকালে কারখানায় উৎপাদন কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানার ভিতর ভাংচুর চালায় পরে খবর পেয়ে বিজিবি,র্যাব ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।তবে কারখানা কতৃপক্ষের দাবী শ্রমিকদের ভাংচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা ।অপরদিকে ভাংচুর চলাকালে ১৫ থেকে ২০ জন শ্রমিককে আটক করেছে র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাব ১ এর কমান্ডার ল্যাফটেন্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন খবর পেয়ে বিজিবি ,পুলিশ ও র্যাব সদস্যরা পরিিেস্থতি নিয়ন্ত্রনে আনে। নিয়মিত র্যাব,বিজিবি ,ও পুলিশ সদস্যরা টহলে দিচ্ছে যে কোন পরিস্থিতিতে নাসকতা এরাতে প্রশাসন প্রস্তুত ।