গাজীপুর

কালিয়াকৈরে নির্বাচনের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর

দীর্ঘ ২২ বছর ধরে কালিয়াকৈর বাস টার্মিনাল সড়ক পরিবহন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক মেছের আলী, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, সাধারণ শ্রমিক কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, সাধারন শ্রমিক ও ড্রাইভার দেলোয়ার হোসেন, সেলিম হোসেনসহ প্রমূখ।

পরিবহন মালিক ও সাধারন শ্রমিক সাজু আহমেদ (আইডি নং – ২৫২২) বলেন, নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তুু দীর্ঘ ২২ বছর ধরে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় না। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে শাসন ও শোষণ করছে। সুন্দর ভোটের মাধ্যমে একটি অবাধ সুষ্ট র্নিবাচন অনুষ্ঠিত হবে এতে আমাদের নাগরিক অধিকার ফিরে পাবো। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া অচিরেই আমরা কালিয়াকৈর সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর র্নিবাচন দাবি করছি।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker