গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় একাধিক অভিযোগের প্রেক্ষিতে দারুচিনি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় খাদ্য অধিদপ্তরের লাইন্সেস, শিশু শ্রম, নিম্ন মানের খাবারসহ মহাসড়কের ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা অন্যথায় তিন মাসের কারাদন্ড। পরে নগদ র্অথ আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বেঞ্জ সহকারী র্কমর্কতা মাহবুব আলম সহ প্রশাসনিক র্কমর্কতারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দীর্ঘ দিন ধরে এই রেস্টুরেন্টের নামে নানা অভিযোগ পেয়ে আসছি। এছাড়া নিম্নমানের খাবার, শিশুশ্রম, ফুটপাত দখল করা ও খাদ্য অধিদপ্তরের লাইন্সেস না থাকায় আজ সরেজমিনে এসে ঘটনার সত্যতা পেয়ে ও পবিত্র রামজান মাস থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।