গাজীপুর মহানগর কাশিমপুর থানার ১নং ওয়ার্ড কাউন্সিলর লিটনকে গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
পানিশাইল গ্রামের মোড় এলাকায় তিনটি গ্রামের তিন শতাধিক গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে এ সময় বক্তৃতা করেন, সাবেক ছাত্রলীগ নেতা শওকত ইমরান মোল্লাহ, মোশারফ মৃধা, শওকত মন্ডল, সুমন মিয়া, জামাল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গত ২০ মার্চ সন্ধ্যায় কাশিমপুর- জিরানি সড়কের একটি শাখা সড়ক প্রস্তুতকরণ করতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওসমান গণি লিটন মাদবপুর গ্রামের শওকত মন্ডলের একটি বহুতল ভবন আংশিক ভাংতে বলেন। কিন্ত শওকত মন্ডল তার বাড়ীর কিছুই ভেঙ্গে সড়কে জায়গা দিবেননা বলে জানায়। এসময় ওই কাউন্সিলরসহ একাধিক লোক শওকত মন্ডলসহ তিনজনকে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় গত ২১ মার্চ রাতে কাশিমপুর থানায় একটি মামলা রজু হয় এবং দ্রুত কাউন্সিলর লিটনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী করেন। মামলার বাদী শওকত মন্ডল জানান, কাউন্সিল মো: ওসমান গণি লিটন সড়ক প্রস্তুতকরণের নাম করে আমার বাড়ী ভাংতে চায়। পরে বাড়ী ভাংতে রাজি না হলে ১০ লাখ টাকা চাঁদা চায়। দিতে রাজি না হওয়ায় বাড়ীর কিছু অংশ ভাংতে চাইলে বাধা দেয়া হলে আমাকে, আমার ছেলে ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর প্রতিবাদে এলাকাবাসী কাউন্সিলর লিটককে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছেন|