নোয়াখালী

ব্রিজ ভেঙে পিকআপ খালে, আহত দুই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে হাসনহাট ব্রিজ ভেঙ্গে খালে পিক-আপ পড়ে চালক ও তার সহযোগী আহত হয়েছেন।

শনিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনাটি ঘটে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে মাইজদী থেকে একটি পিক-আপ হাসনহাটের দিকে যাওয়ার সময় ওই ব্রিজে উঠে মাঝামাঝি গেলেই ব্রিজটি ভেঙ্গে পড়ে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিক-আপ চালক ও তার সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ বিষয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম দিপু জানান, নোয়াখালী খাল খনন করার কারণে ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাওয়ার ফলে এটি ভেঙ্গে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসনহাট, শরীফপুর ও কাদিরপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, ব্রিজটি অনেক পুরনো। ইতোমধ্যে এটি পুন:নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।

অপরদিকে খাল খননের ফলে এর চারপাশের মাটি সরে যাওয়ায় এর দুর্বল স্থানে আঘাত হানায় এটি ভেঙ্গে পড়ে। দ্রুত এর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button