ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার ওপর হামলা, জিভ কর্তন

ব্রাহ্মণবাড়িয়া দুর্বৃত্তের  ছুরিকাঘাতে এক ইসলামি বক্তা গুরুতর আহত হয়েছেন। এসময় তার জিভের বেশির ভাগ অংশ কেটে নেওয়াসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। পরিবারের দাবি, ওয়াজ মাহফিলে শিয়া সম্প্রদায় নিয়ে বক্তব্য দেওয়ায় তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম ভুঁইয়া (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে। শরীফুল বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় আরবি পড়ান। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতাও করেন। 

ছোট ভাই মওদুদুল ইসলাম ভুঁইয়া বলেন, শরীফুল রাতে জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি চাওড়া এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আজমপুর রেল স্টেশনের পাশে ৭/৮ জন তার গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা শরীফুলের জিভের বেশিরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও তার সঙ্গে ওবায়দুল্লা (৩৪) নামের অপর একজন আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।  

আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলালের দাবি, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ায় এ হামলা হয়েছে। 

তিনি এ ঘটনায় নিন্দা,  প্রতিবাদ ও দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনি নেবো। 

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker