পিরোজপুর

না‌জিরপু‌রে নৌকাকে হারিয়ে জিতেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী

পি‌রোজপু‌রের না‌জিরপুর উপজেলার ৬নং সদর নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. তানভীর হাসান ডালিমকে হারিয়ে জয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল সিকদার। 

রাসেল সিকদার পেয়েছেন পাঁচ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ম‌নো‌নীত নৌকা প্রতীকের প্রার্থী তানভীর হাসান ডা‌লিম পেয়েছেন চার হাজার ৫২৪ ভোট। 

বৃহস্পতিবার (২৫ মে) রাতে নাজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীন শরীফ ইউপি নির্বাচনের এই ফল ঘোষণা করেছেন। 

তিনি বলেন, ‘সদর ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে প্রায় ৬৫ দশমিক ১৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৪৫ জন। নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান খান চশমা প্রতীকে ৪১৪, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি মো. এজাজ খান হাতপাখা প্রতীকে ৪৯১ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সিকদার মোটরসাইকেল প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন।

বৃহস্প‌তিবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ইউনিয়নে ১৬ হাজার ৮৪৫ জন ভোটার। এর ম‌ধ্যে আট হাজার ৪৫৬ পুরুষ এবং আট হাজার ৩৮৯ জন নারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রসঙ্গত, না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার গত ১ নভেম্বর মারা যান। গত ১৬ মার্চ না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদের উপ‌নির্বাচ‌নে সদর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোশা‌রফ হো‌সেন খান বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় উপ‌জেলা চেয়ারম্যান নির্বা‌চিত হন। এরপর চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button