ময়মনসিংহময়মনসিংহসারাদেশ

ময়মনসিংহে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় শিবলু (৩৫) নামের একজন পালিয়ে যান।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিক গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেছিডেঙ্গি নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাঈদ ফুলবাড়িয়ার কালীবাজাইল গ্রামের আ. গণির ছেলে ও পলাতক শিবলু ময়মনসিংহ নগরীর আকুয়ার ভাঙাপুল এলাকা বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান পরিচালনা করছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। এসময় শ্যামগঞ্জ থেকে আসা দুটি মোটরসাইকেল দেখে সন্দেহ হয় তার। পরে মোটরসাইকেল থামাতে বললে সঙ্গে থাকা ব্যাগ রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি।
এসময় আনসার সদস্যরা প্রায় আধ কিলোমিটার দৌড়ে সাঈদকে গ্রেফতার করতে পারলেও শিবলু পালিয়ে যান। এছাড়া সাঈদ আনসার সদস্যের হাত কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এতে সফল হননি তিনি।
এসময় তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও হাসান মারুফ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker