জামালপুরসারাদেশস্বাস্থ্য

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে জামালপুরে ৪৯ জন করোনায় আক্রান্ত।

ডাঃ আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৮ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৭ টি নমুনা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ৩৭ টি নমুনা পরীক্ষায় ৯ জন অর্থাৎ মোট ২০৮ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৯ জন (জামালপুর সদর উপজেলা- ২২ জন, মেলান্দহ উপজেলা- ৪ জন, মাদারগঞ্জ উপজেলা- ৫ জন, ইসলামপুর উপজেলা- ৪ জন, সরিষাবাড়ী উপজেলা- ৭ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ১ জন ও বকশীগঞ্জ উপজেলা- ৬ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৭৮৯ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- বোষপাড়া ২ জন, শরীফপুর ২ জন, ফুলবাড়িয়া ৩ জন, গেইটপাড়, দাপুনিয়া ২ জন, চালাপাড়া, তিতপল্যা, নান্দিনা, বাণীকুঞ্জ বাজার, জেনারেল হাসপাতাল, মৃর্ধাপাড়া, তেতুলিয়া, বেলটিয়া, বেড়া পাথালিয়া, ছেন্না, কেন্দুয়া ও সর্দারপাড়া।
মেলান্দহ উপজেলা- মেলান্দহ, ডেফলা, দিলারপাড়া ও নাগেরপাড়া।
মাদারগঞ্জ উপজেলা- বাণীকুঞ্জ ৪ জন ও জাঙ্গালিয়া।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর ৩ জন ও গোলাবাড়ী।
সরিষাবাড়ী উপজেলা- সরিষাবাড়ী ৬ জন ও আরামনগর।
দেওয়ানগঞ্জ উপজেলা- দেওয়ানগঞ্জ।
বকশীগঞ্জ উপজেলা- বকশীগঞ্জ, সারমারা, টাঙ্গারিপাড়া, পানাটিয়াবাড়ী, ব্র্যাক রোড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সর্বশেষ সুস্থ ০ জন।
সর্বমোট সুস্থ ২৩৩৬ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৪৭ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ২০৮ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা ২৪৯৩৪ টি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker