বাণিজ্য

বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি

বাংলাদেশে নতুন করে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের শোকেস কোরিয়া-২০২৩ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন এ কথা বলেন।

সম্পর্কিত সংবাদ

তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া একে অপরের দীর্ঘ দিনের উন্নয়নমূলক কাজের অংশীদার। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ষষ্ঠ। এ সম্পর্ক আরও দৃঢ় করতে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কোরিয়ান কোম্পানিগুলো ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আগামীতে এ বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে।

সংবাদ সম্মেলনে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শোকেস কোরিয়া-২০২৩-এ দক্ষিণ কেরিয়ার ৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশে নতুন করে ব্যবসা সম্প্রসারণ করতে চায় এমন আটটি প্রতিষ্ঠান থাকবে।

সংবাদ সম্মেলনে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা সাহাব উদ্দিন খান ও বাংলাদেশে কোরিয়া কমিউনিটির চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button