ঠাকুরগাঁও

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

মো: লাতিফুর রহমান লিমন

“নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই এখনই” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা নেট্জ-বাংলাদেশ এর সহযোগীতায় ও প্রসপেক্ট প্রকল্পের আওতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে বৃহস্পতিবার সমাপনি দিনে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে পিকআপে করে আগত প্রায় দেড় শতাধিক সিএসও এর নারী-পুরুষ সদস্যরা পীরগঞ্জ শহরে র‌্যালীর মাধ্যমে শহর প্রদক্ষিন করেন। র‌্যালীটি উপজেলা পরিষদ, পীরগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রমের সাথে সংহতি প্রকাশের জন্য আহবান জানান।

এ সময় ক্যাম্পেইনের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, বিষ্ণুপদ রায়, মানব কল্যান পরিষদের উপজেলা ম্যানেজার রওশন আরা রোজী প্রমূখ। এ সময় উপজেলার সিএসও এর নারী-পুরুষ সদস্য, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে বেশীর ভাগ নারী পরিবার, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে কোন না কোনভাবে সহিংসতার শিকার। যা বর্তমানে ক্রমশঃ বেড়ে চলেছে। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণে নারীর অবস্থা আরও নাজুক হয়ে উঠছে। এই সহিংসতার অন্যতম কারণ হলো নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গীর সামাজিকীকরণ প্রক্রিয়া। নারীর প্রতি এই সহিংসতা শুধু আইনের মাধ্যমেই বন্ধ করা যাবেনা। প্রতিরোধে প্রয়োজন নারীর প্রতি সামাজিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন, আর এই পরিবর্তন আসবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এই সচেতনতা বৃদ্ধির প্রথম পদক্ষেপ হলো সমাজের তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তনের জন্য ব্যপক প্রচারণা। যা করতে হবে নিজের ঘর থেকে সমাজের প্রতিটি স্তরে। নীতিনির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দৃষ্টিভঙ্গী ও আচরণগত পরিবর্তনে সকলকে একযোগে কাজ করতে হবে। র‌্যালীটি শহর প্রদক্ষিনের সময় বিভিন্ন স্থানে সচেতনতামূলক গান পরিবেশন করা হয়।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker