টাঙ্গাইল

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় ঘটনাটি ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

নিহত চালক জহিরুল ইসলাম (৩৫) রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। আহতরা হলেন- ট্রাকের হেলপার বাচ্চু মিয়া এবং অন্য ট্রাকের সজিব আকন্দ। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রক ঢাকার দিকে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চিনিভর্তি উত্তরবঙ্গগামী আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলুভর্তি ট্রাকের চালক নিহত হন। 

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওসি আরো বলেন, নিহত পরিবারের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker