খাগড়াছড়ি

পানছড়িতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকীতে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

৩১ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টার  শিল্পকলা একাডেমিতে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম।

এই সময় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,পানছড়ির সঙ্গীতাঙ্গনে নানা ভাবে ভূমিকা রাখা প্রথিতযশা লেখক ও শিক্ষক সবিতা চাকমা, বিশিষ্ট সংগীত শিক্ষক থোয়াইঅঙ্গ চৌধুরী, শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক জয়শ্রী চাকমা সহ প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনচারুল করিম বলেন মানুষের মেধা বিকাশে সাংস্কৃতি কর্মকাণ্ড  অগ্রণী ভূমিকা পালন করে।

এই সময় তিনি আরও বলেন একটি শিশু প্রাথমিক স্কুলের পাঠ শেষে মাধ্যমিক স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা যতই বড় পর্যায়ে যাক না কেন সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি শিশুর হৃদয়ে না থাকে বা এর চর্চা যদি না করে তাহলে সে কোন না কোন পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পূর্ণ বিকাশ ঘটবে না।একমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডই শিশুর মেধার পুর্ণ বিকাশ ঘটাতে ভূমিকা রাখে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker