রাজবাড়ী

পুত্রবধূকে বিয়ের ৪ দিন পর ঘরে মিললো মরদেহ

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুত্রবধূকে বিয়ের চার দিন পর হামিদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দুবছর আগে পারিবারিকভাবে হামিদুল ইসলামের ছেলে রাকিবুল হোসেন ওরফে নয়নকে বিয়ে করানো হয়। দেড় বছরের মাথায় তার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর কোনো এক সময় শ্বশুর হামিদুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন পুত্রবধূ। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

হামিদুলের ছেলে নয়ন বলেন, ‘১০ ফেব্রুয়ারি স্ত্রী আমাকে ডিভোর্স দেয়। ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী আদালতে গিয়ে বাবাকে বিয়ে করে সে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তি। ২৪ ফেব্রুয়ারি রাতে কিছু লোক এসে বাবার সঙ্গে কথা আছে বলে ডাকাডাকি করেন। এতে বাবা ভয় পান। ওই রাতেই বাবা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে আমার সাবেক স্ত্রীও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তিনি প্রাণে বেঁচে যায়।’

নয়নের সাবেক স্ত্রী বলেন, ‘আমাকে শ্বশুর জোর করে বিয়ে করেছিল। বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছিলেন। শুক্রবার তিনি বাড়ি আসার পর লোকজন বিষয়টি নিয়ে অনেক কথা শোনায়। অপমান ও লোকলজ্জা এবং পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker