তথ্য ও প্রযুক্তি

স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক

প্রায় দুইঘণ্টা পর স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে তিনি জানান, গ্রামীণফোন নেটওয়ার্ক ঠিক করেছে। গ্রাহকরা আগের মতোই সেবা পাচ্ছেন।

এর আগে বেলা দেড়টার দিকে তিনি বলেছিলেন, নেটওয়ার্ক ঠিকঠাক করতে আরো দুই ঘণ্টা সময় লাগতে পারে।

দুপুর ১২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রাহকরা।

গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে গ্রামীণফোনের কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব সমস্যার সমাধান করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker