লালমনিরহাট

লালমনিরহাটে সাবক অধ্যক্ষ হত্যাকাণ্ড, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

রোববার (২৯ জানুয়ারী) দুপুরে জেলা শহরের মিশন মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে হত্যার তীব্র প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

মানববন্ধনে লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন অংশ নেন। এ কর্মসূচি থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী জানান।

এ সময় লালমনিহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা অতিরিক্ত প্রশাসক টিএম মমিন।

প্রসঙ্গত,গত শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker