ফুটবল

কাতার বিশ্বকাপে দলগুলোর ডাকনাম, নামকরণের কারণ

আর মাত্র ছয় দিন। এরপরই শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর, কাতারে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। এদিন স্বাগতিকদের মুখোমুখি হবে ইকুয়েডর।

আসন্ন বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের নানান বিষয়ে আগ্রহ রয়েছে। আর ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ নানান সময়ে বিচিত্র ঘটনার জন্ম দিয়েছে। এ ছাড়া কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর রয়েছে ‘ডাকনাম’। এসব ডাকনাম কী জানেন? কাতার বিশ্বকাপের গ্রুপ অনুযায়ী জেনে নেওয়া যাক, সেই বিষয়ে। আজ থাকছে চারটি গ্রুপের (এ, বি, সি ও ডি) দলগুলোর ডাকনাম আর পেছনের কারণ প্রসঙ্গে…

কাতার – দ্য মেরুন

কাতার চলতি বিশ্বকাপের স্বাগতিক দল। হোম জার্সির রঙ অনুযায়ী তাদেরকে ‘দ্য মেরুন’ নামে ডাকা হয়।

ইকুয়েডর- লা ট্রি

এই নিকনেইম তাদের জাতীয় পতাকার তিনটি রং নির্দেশ করে।

সেনেগাল – লায়নস অব তেরাঙ্গা

সেনেগালিজ শব্দ ‘তেরাঙ্গা’ এর অর্থ ‘সুন্দর আতিথেয়তা’। তাদের এভাবেই ‘তেরাঙ্গা লায়নস’ নামে ডাকা হয়।

নেদারল্যান্ডস– অরেঞ্জ

নেদারল্যান্ডসকেও জার্সি রং অনুযায়ী ডাকা হয়। তাদের জার্সির রঙ কমলা।

ওয়েলস- দ্য ড্রাগনস

তাদের পতাকায় আগুনমুখো ড্রাগনের ছবি থাকায় এই নামে ডাকা হয়।

যুক্তরাষ্ট্র- স্টার স্ট্রাইপস

পতাকার তারকা ও ফুটবল ফেডারেশনের স্ট্রাইপ লোগো মিলিয়ে এই নামে ডাকা হয়।

ইংল্যান্ড- থ্রি লায়নস

ইংল্যান্ডের জার্সির লোগোতে তিনটি সিংহ থাকায় এ নামে পরিচিতি তারা।

ইরান- টিম মেল্লি

ফারসি শব্দ ‘টিম মেল্লি’ অর্থ ‘জাতীয় দল’। এ ছাড়া ইরানের আরও ডাকনাম রয়েছে। এগুলো হলো ‘শিরান-ই-ইরান’ অর্থ ‘ইরানের সিংহ’, ‘শিরদেলান’ মানে ‘সিংহহৃদয়’ এবং ‘প্রিন্সেস অব পার্সিয়া’ বা ‘পার্সিয়ান রাজপুত্র’।

আর্জেন্টিনা- লা আলবিসেলেস্তে

আর্জেন্টিনার জার্সি ও পতাকার সাদা ও আকাশি রঙ অনুযায়ী তাদের ‘লা আলবিসেলেস্তে’ বলা হয়।

সৌদি আরব- আল আখদার

সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ডাকনাম হলো ‘আল আখদার’। অর্থ ‘সবুজ’। আরেকটি ডাকনাম ‘আল-সাকার আল-আরাবিয়া’, যার অর্থ ‘আরবের বাজপাখি’।

মেক্সিকো- এল ট্রি

মেক্সিকান ভাষায় ‘এল ট্রি’ মানে তিন রং।

পোল্যান্ড- বিয়াতো-চাবোনি

বিয়াতো-চাবোনি অর্থ দাঁড়ায় সাদা-লাল।

ফ্রান্স- লা ব্লুজ

ফ্রান্সের জাতীয় ফুটবল দলের জার্সির রঙ ‘নীল’। তাই তাদের এই নামে ডাকা হয়।

তিউনিসিয়া – ইগলস অব কার্থেজ

কার্থেজ হলো তিউনিসিয়ার প্রাচীন নগরী। আর তাদের ফুটবল ফেডারেশনের ছবি অনুযায়ী তাদের এই নামে ডাকা হয়।

ডেনমার্ক- দ্য রড-ভি

এটি একটি ডেনিশ শব্দ। যার অর্থ হলো লাল ও সাদা। এটি ডেনমার্কের প্রধান জার্সির রংকে নির্দেশ করে।

অস্ট্রেলিয়া- সকারুজ

অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু অনুযায়ী এই নাম দেওয়া হয়েছে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker