কুমিল্লা

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাত দলটি ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি করছিল।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্য ও ডাকাতির শিকার ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেনী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতের কবলে পড়েন। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে।

এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে ‍যায়।

তিনি জানান, ৫-৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভুক্তভোগীকে কুপিয়ে আহতও করে। তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker