সাতক্ষীরা

সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় এক মৌয়াল নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে তিনি বাঘের হামলায় নিহত হন বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করেন তার সহকর্মী মৌয়ালরা। তার মরদেহ লোকালয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন বনবিভাগ।

নিহত মৌয়ালের নাম সোলাইমান শেখ (৫০)। তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।

কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, মধু সংগ্রহে যাওয়া মৌয়ালদের সূত্রে জানা যায়, সোলাইমান বাঘের আক্রমণে সকালে নিহত হয়েছেন। তবে তাকে উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা।

বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক আগে বুড়িগোয়ালিনী বন অফিস থেকে মধু সংগ্রহের অনুমতি নিয়ে বনের ভেতরে যান সোলাইমান শেখসহ তার কয়েকজন সঙ্গী।

শুক্রবার সকালে কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে তার মৃত্যু হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছেন। তার মরদেহ লোকালয়ে না আনা পর্যন্ত কোন কম্পার্টমেন্টে মারা গেছেন তা বলা যাচ্ছেনা।

তবে, যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন, বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন বলে জানান সহকারী বনসংরক্ষক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker