খুলনা

খালিশপুরে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং ১টি ককটেলসহ আটক ১

গত ১৬/০১/২০২২ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় বয়রা মোড়ের পাবলিক কলেজ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রেকসোনা বেতারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংগীয় ফোর্সদের সহায়তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে বয়রা মোড়ের দিক থেকে আসা ০২ টি মোটরসাইকেলে ০৬ জন ব্যক্তিকে দেখতে পেয়ে সিগনাল দিলে তারা সিগনাল অমান্য করে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল দুইটির সংঘর্ষে ০১ টি মোটরসাইকেল পিছনে থাকা একজন ব্যক্তি পাঁকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং গুরুতর আহত ব্যক্তিকে ধৃতকালে অপর অজ্ঞাতনামা ০৫ জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তখন আহত ধৃত সাইদুল ওরফে সাইদুরের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ধৃত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছে।

আটত সাইদুল ওরফে সাইদুর ডান হাতে ধরা অবস্থায় .৩২’’ বোরের রিভলবার, বাম কোমড়ে গোজা অবস্থায় একটি কাঠের বাটযুক্ত ৭.৩৫ পিস্তল এবং একটি ম্যাগাজিন, চারটি রাউন্ড পিস্তলের গুলি, ছয় রাউন্ড রিভলবারের গুলি এবং একটি লেডবল কার্তুজ এবং মহাসড়কের উপর থেকে সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগে মধ্যে পাটের সুতা দ্বারা পেঁচানো একটি তাজা ককটেল র‌্যাব-০৬, খুলনার বোম ডিস্পোজাল টিমের সহাযতায় উদ্ধার পূর্বক সকল আলামত জব্দ করা হয়।

কেএমপি’র খালিশপুর থানার এসআই/পীযূষ দাস বাদী হয়ে সাইদুল রওফে সাইদুরসহ ৫ জন ও অজ্ঞাতনামা ০৩ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় (১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক), তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারা)য় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তাং- ১৭/০১/২০২২।

অত্র মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অত্র মামলাটি বর্তমানে এসআই(নি:)/শেখ শওকত আলীর নিকট তদন্তাধীন আছে।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker